top of page

সেতুতে ফাটল ঘিরে আতঙ্ক, অবিলম্বে সংস্কারের দাবি

Updated: Sep 21, 2023

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙের সংযোগ রেখেছে ১২ নম্বর জাতীয় সড়ক। আর এই জাতীয় সড়কের বেহুলা সেতুর পিলারে ফাটল দেখা দেওয়ার চরম আতঙ্ক ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে সেতুর সংস্কার না হওয়ার কারণেই এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই পরিস্থিতিতে দ্রুত ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষকে বেহুলা সেতু সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন যানবাহন সংগঠন সহ স্থানীয় বাসিন্দারা।



পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওপর দিয়ে যাওয়া ১২ নম্বর জাতীয় সড়কে রয়েছে বেহুলা সেতুটি। প্রায় ৮০ মিটার লম্বা এই সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি বলে অভিযোগ। প্রতিদিন এই সেতু দিয়ে কয়েক হাজার যানবাহন চলাচল করে। সম্প্রতি এই সেতুতে ফাটল দেখা দেওয়ায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এই বেহুলা সেতুর সংস্কারের প্রয়োজন রয়েছে। এই সেতুর পিলারের তিনটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেকেই জানিয়েছে। অবিলম্বে এই সেতুর সংস্কার না হলে যে কোনো সময় বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পারে।


ঘটনাপ্রসঙ্গে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page