top of page

বিস্ফোরণের জেরে আতঙ্ক, চাঁচলে উদ্ধার আরও ২২টি বোমা

গভীর রাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল চাঁচলের জানিপুর। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায়, এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ পুলিশবাহিনী। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আরও ২২টি বোমা। এই ঘটনায় আপাতত দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


উদ্ধার হওয়া বোমা। সংবাদচিত্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে জানিপুরের বাসিন্দা বাসার আলির বাড়ির পেছনে বিস্ফোরণ হয়। স্থানীয় বাসিন্দারা অনুমান করেন, ওই এলাকায় আরও বোমা মজুত রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াডও। ঘটনাস্থলে আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২২টি তাজা বোমা।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোমা বিস্ফোরণের ঘটনা এই এলাকায় নতুন নয়। ২০২০ সালে বর্তমান ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় প্রাণ হারায় তিনজনের। ফের একবার বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।


বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন,

সারা রাজ্যজুড়ে একই অবস্থা। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল বোমা মজুত করছে। তার ফলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটছে।

সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস জানান,

রাজ্যে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। তৃণমূলের মদতে চারিদিকে বোমা তৈরির কারখানা চলছে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page