top of page

দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েত দপ্তরে তালা

কুশিদা গ্রামপঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ পঞ্চায়েত অফিসে প্রধানের কাছে অভিযোগ জানাতে গিয়ে কর্তাদের অনুপস্থিত দেখে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন মহিলারা। এদিকে, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত প্রধানের।


স্থানীয় বাসিন্দা শেফালী খাতুনের অভিযোগ, কুশিদা গ্রাম পঞ্চায়েতের ১০০ দিনের কাজের প্রকল্পে এমএমডি স্কিমে গাছ লাগানো ও অন্যান্য কাজের জন্য ১ লক্ষ ৩৯ হাজার টাকা করে স্কিম কিছু বরাদ্দ হয়েছিল। সেই প্রকল্পে এলাকার স্বনির্ভর গোষ্ঠী গুলির মহিলাদের কাজ পাওয়ার কথা ছিল। কিন্তু সেই স্কিমের টাকা প্রধান ও মেম্বারদের মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে এবং পরে সেই টাকা আত্মসাৎ করা হচ্ছে। পুজোর সময় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে রাজ্য সরকার ৫ হাজার টাকা করে দিয়েছিল। সেই টাকাও পঞ্চায়েত থেকে পাওয়া যায়নি। শুধু তাই নয়, ইন্দিরা আবাস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের টাকাও স্বনির্ভরগোষ্ঠীর অনেক মহিলা পাননি। আজ তারা পঞ্চায়েত অফিসে অভিযোগ জানাতে এসেছেন। কিন্তু প্রধান সহ অফিসের অন্যান্য কর্মকর্তারা গরহাজির। তাই তারা পঞ্চায়েত অফিসে তালা মেরে দিয়েছেন।



এপ্রসঙ্গে কুশিতা গ্রাম পঞ্চায়েতের প্রধান আখতারী খাতুন জানান, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বন্যায় ক্ষতিগ্রস্ত ও ইন্দিরা আবাস যোজনায় যাদের নাম রয়েছে তারা ঘর তৈরির টাকা পেয়েছেন। এদিকে, হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু জানান, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেবেন।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page