top of page

পশু-হাট চালুর দাবিতে সড়ক অবরোধ

কৃষকদের স্বার্থে কয়েক দফা দাবি নিয়ে বামনগোলা কৃষকবাজারের সামনে পাকুয়াহাট-গাজোল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দুই সংগঠনের।বামনগোলা কৃষক বাজার কল্যাণ সমিতি ও বামনগোলা ব্লক পান চাষি কল্যাণ সমিতির অভিযোগ, ওই কৃষক বাজারে সরকারি জায়গায় বহুদিন আগে গবাদি পশুদের বাজার বসত, কিন্তু কোনো কারণবশত সেই হাট বন্ধ হয়ে যায়। সেই বাজার পুনরায় চালু করার দাবি জানিয়ে আজ সকালে গাজোল-পাকুয়াহাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বামনগোলা কৃষক বাজার কল্যাণ সমিতি ও বামনগোলা ব্লক পানচাষি কল্যাণ সমিতির সদস্যরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা কৃষি বাজার কল্যাণ সমিতির সভাপতি জিতেশচন্দ্র বর্মণ, সেক্রেটারি অশোক প্রামাণিক, বামনগোলা ব্লক পান চাষি কল্যাণ সমিতি, সভাপতি রঞ্জিত মণ্ডল, সহ সভাপতি আবু বাক্কার মণ্ডল সহ অন্যান্যরা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page