top of page

চুরি হওয়া ৪৭টি মোবাইল ফোন ফেরত পেলেন মালিকরা

চুরি হওয়া ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল জেলা পুলিশ। চুরি হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন প্রকৃত মালিকরা।


আজ দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে চুরি হয়ে যাওয়া ৪৭টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেন জেলা পুলিশসুপার প্রদীপকুমার যাদব। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশসুপার অমিত কুমার শাহ, অনীশ সরকার, ডিএসপি প্রশান্ত দেবনাথ ও আজহারউদ্দিন শেখ।


পুলিশসুপার প্রদীপ যাদব জানান, বিভিন্ন থানায় মোবাইল চুরির অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে বিহার সহ মালদা জেলার বিভিন্নপ্রান্ত থেকে মোবাইলগুলি উদ্ধার করা হয়। আজ উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে মোবাইল রিকভারি সেল তৈরি করা হয়েছে।



এদিকে, চুরি হওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জানান ফোনের প্রকৃত মালিকরা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page