top of page

তিনশো টাকার জন্য মালিককে মারধর, অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে

বকেয়া টাকার জন্য কর্মচারীর হাতে আক্রান্ত হলেন মালিক। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


Owner attacked by employee

আক্রান্ত মালিক দীপক চৌধুরি জানান, তাঁর একটি গ্রিলের দোকান রয়েছে। তাঁর দোকানের এক কর্মচারী, রামজির ৮০০ টাকা পাওনা ছিল সে তাঁকে ৫০০ টাকা দিয়েছিল। ৩০০ টাকা কয়েকদিন পর দেওয়ার কথা বলেছিল। কিন্তু সে তা মানতে চাইনি। গতকাল রাতে রামজি দলবল নিয়ে এসে তাঁর বাড়িতে হানা দেয়। এরপর তাঁকে ব্যাপক মারধর করে। মারধর করা হয় পরিবারের দুই মহিলাকেও। স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। রাতেই তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন। আজ তিনি পুলিশে অভিযোগ জানিয়েছেন।


[ আরও খবরঃ অভিনব শাস্তি, লকডাউন উপেক্ষা করলেই বাধ্যতামূলক করোনা টেস্ট ]



মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page