ওভারহেড ব্যারিকেড ভেঙে যানজট রাজ্যসড়কে
রেললাইন ক্রসিংয়ের সামনে থেকে ওভারহেড ব্যারিকেড ভেঙে তীব্র যানজট রাজ্যসড়কে। অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। এই ঘটনার জন্য রেল কর্তৃপক্ষের পাশাপাশি এক চালককে দায়ী করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ মালদা থেকে হবিবপুর অভিমুখে যাওয়া লেপ-তোষক বোঝাই করা ভুটভুটির উপরের অংশ ওভারহেড ব্যারিকেডে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাজ্য সড়কের ওপর ভেঙে পড়ে ওই ব্যারিকেড। অল্পের জন্য বেঁচে যান এক টোটোচালক সহ যাত্রীরা। ঘটনার জেরে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবশেষে স্থানীয় বাসিন্দারা ওই ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ওভারহেড ব্যারিকেড ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। আজ লেপ বোঝাই ভুটভুটির ধাক্কায় তা ভেঙে যায়। বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই ঘটনার জন্য রেল কর্তৃপক্ষের পাশাপাশি ওই ভুটভুটি চালকও দায়ী।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários