অনলাইন শপিং করতে গিয়ে এক লক্ষ টাকা খোয়ালেন যুবক
ফের অনলাইন শপিং সাইটের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বিজেপি সাংসদ খগেন মুর্মুর পর এবার শিকার হলেন হরিশ্চন্দ্রপুরের এক যুবক। তিনি মালদা সাইবার ক্রাইম অফিসে প্রতারণার অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইমের কর্মীরা।
প্যাকেট খুলে তিনি দেখেন অন্য এক কোম্পানির হেডফোন পাঠানো হয়েছে
প্রতারিত যুবকের নাম অরুণ অধিকারী। বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের হাসপাতাল পাড়ায়। তিনি জানান, ২৪ অক্টোবর একটি অনলাইন শপিং সাইট থেকে একটি হেডফোন অর্ডার করেছিলেন। ২৬ অক্টোবর ওই অনলাইন কোম্পানির একটি প্যাকেট বাড়িতে আসে। প্যাকেট খুলে তিনি দেখেন অন্য এক কোম্পানির হেডফোন পাঠানো হয়েছে। তিনি সেই হেডফোন পুনরায় ফেরত পাঠান। দু’দিন পর সেই শপিং পোর্টাল কোম্পানি থেকে ফোন আসে টাকা ফেরত দেওয়ার জন্য। এরপরে তাঁর কাছে মোবাইল ফোনে আসা ওটিপি নাম্বার চাওয়া হয়। টাকা ফেরতের আশায় তিনি ওটিপি নম্বর দিয়ে দেন। এরপরেই ব্যাংক থেকে একটি এসএমএসের মাধ্যমে তিনি জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে। তড়িঘড়ি তিনি পুনরায় ওই কোম্পানিতে ফোন করলেও ফোনে যোগাযোগ করতে পারেননি। সমস্ত ঘটনা জানিয়ে তিনি সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম দপ্তরের কর্মীরা।
Comments