top of page

নির্যাতিত মহিলাদের কাউন্সেলিংয়ের জন্য চালু হচ্ছে ওয়ানস্টপ সেন্টার

নির্যাতিত মহিলাদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজে তৈরি করা হচ্ছে ওয়ানস্টপ সেন্টার। ইতিমধ্যে সেন্টারের জন্য জায়গা চিহ্নিত করে সংস্কারের কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও মেডিকেল কর্তৃপক্ষ।


নির্যাতনের পাশাপাশি গৃহস্থ হিংসার শিকার হওয়া মহিলাদের অনেকক্ষেত্রে কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়। এতদিন মালদা মেডিকেল কলেজে তাঁদের চিকিৎসার ব্যবস্থা থাকলেও কাউন্সেলিংয়ের ব্যবস্থা ছিল না। অবশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাউন্সেলিংয়ের জন্য ওয়ানস্টপ সেন্টার তৈরি করা হচ্ছে মালদা মেডিকেল কলেজে। সেন্টারে কাউন্সেলিংয়ের পাশাপাশি মহিলারা আইনি সহায়তাও পাবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সেন্টারে দুজন কাউন্সিলর ও একজন অফিস কর্মী থাকবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে।অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মৃদুল হালদার জানান, নির্যাতিত মহিলাদের অনেক সময় কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়ে। তাঁদের সুবিধের জন্য ওয়ানস্টপ সেন্টার চালু করা হচ্ছে। আশা করা যাচ্ছে, দ্রুত ঘর সংস্কার করে সেন্টার চালু করা যাবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page