top of page

ত্রিকোণ প্রেমের জেরে ছুরিকাহত এক, গণপিটুনি অপরকে

ত্রিকোণ প্রেমের জেরে এক যুবকের ছুরির আঘাতে গুরুতর আহত আরেক যুবক। অভিযুক্ত যুবকরে পাকড়াও করে গণপিটুনি ক্ষিপ্ত জনতার। বর্তমানে দুজনেই মালদা মেডিকেলে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার সামসী ফাঁড়ি এলাকায়। এই ঘটনায় আহত যুবকের পরিবারের তরফে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


চাঁচল থানার চান্দুয়া দামাইপুর গ্রামের বাসিন্দা একরামুল হক (২৬)। তিনি পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিয়ের আগে একরামুলের স্ত্রীর খানপুর গ্রামের মাসুম আলির (২৮) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল৷ পরিবারের চাপে ওই যুবতি একরামুলকে বিয়ে করেন৷ বিয়ের পরও তাঁদের প্রেম থেকে যায়৷ বছরখানেক আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যান৷ সেই সময় একরামুল স্ত্রীকে তালাক দিয়ে দেন৷ কিছুদিন পর ওই যুবতি ফের একরামুলের কাছে ফিরে আসে। ফের ওই যুবতিকে বিয়ে করেন একরামুল৷ এনিয়ে একরামুল আর মাসুমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল৷


এক আত্মীয় রাজীব আলি জানান, একরামুল আর মাসুম মামাতো-পিসতুতো ভাই৷ প্রায় ৯ মাস আগে ধর্মীয় জালসার আসর থেকে মাসুম, একরামুলের স্ত্রীকে তুলে নিয়ে যান৷ কয়েকদিন পর দু’জন গ্রামে ফিরে আসলেও স্থানীয় লোকজন তাঁদের গ্রাম থেকে তাড়িয়ে দেন। ওই যুবতিকে নিয়ে মাসুম দিল্লিতে বসবাস শুরু করেন৷ কিছুদিন পর স্ত্রীকে ছেড়ে দেন মাসুম৷ এরপর একরামুলের ঘরে ফিরে আসেন ওই যুবতি৷ একরামুলও তাঁকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তোলেন৷ এনিয়ে বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিল। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় একরামুলের ওপর হামলা চালান মাসুম। একরামুলের বুকে, হাতে ও পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে দেখি সামসী হাসপাতালের সামনে গণ্ডগোল চলছে৷ সবাই সেই গণ্ডগোল থামানোর চেষ্টা চালাচ্ছিল৷ এরই মধ্যে হঠাৎ একটি ছেলে আরেকজনের বুকে ছুরির কোপ মারে। এরপরেই উপস্থিত মানুষজন অভিযুক্ত ছেলেটিকে মারধর শুরু করে৷ পরে দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Komentar


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page