জমি দখলে বাধা দিতে দিয়ে গুলিবিদ্ধ এক
জমি দখলে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। আক্রান্ত ব্যক্তি মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রতুয়া থানার বাহারাল এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আক্রান্ত ব্যক্তির নাম শেখ সিন্টু। সিন্টু কৃষকের কাজ করেন। সিন্টু সেখের ২ কাঠা জমির ওপর বসত বাড়ি আছে। অভিযোগ, সেই জমি দখলের চেষ্টা করে রতুয়ার তৃণমূল কংগ্রেস নেতা শেখ ইয়াসিনের ভাই হাসেম সেখ। বৃহস্পতিবার রাতে হাসেম সেখের নেতৃত্বে সিন্টু সেখের বাড়ি ভাঙচুর করা হয়। আজ সকালে ফের সেই জমি দখল করতে যায় অভিযুক্তরা। সেই সময় শেখ সিন্টু এবং তার স্ত্রী বাঁধা দিতে গেলে হাসেম গুলি চালায়। সিন্টুর পায়ে সেই গুলি লাগে। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেল কলেজে রেফার করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। সিন্টু শেখের স্ত্রী সালেমা বিবি রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
Comentários