top of page

পিপিই কিট পরিহিত ভোট কর্মী থাকবে প্রত্যেক বুথে

করোনা আবহে বাংলায় হতে চলেছে একুশের বিধানসভা নির্বাচন। বিষয়টি মাথায় রেখে বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।


অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরি জানান, সংক্রমণ রুখতে প্রতিটি বুথে চারজন করে ভোট কর্মী থাকবেন। বুথে একজন ভোট কর্মীকে পিপিই কিট এবং বাকিদের গ্লাভস পড়ে থাকতে হবে। পাশাপাশি ভোটারদের মাস্ক ছাড়া ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। প্রতিটি ভোটারকে স্যানিটাইজেশন করার পর ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page