top of page

মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ইংরেজবাজারে

পণ্যবাহী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায়। খবর পেয়ে তদন্তে আসে মালদা টাউন স্টেশন জিআরপি। স্থানীয়দের দাবি, মোবাইলে কথা বলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।


One person died in a train accident in malda

মৃত ব্যক্তির নাম রাজীব মণ্ডল (৩০)। বাড়ি অরবিন্দপার্ক এলাকায়। আজ বিকেলে পণ্যবাহী ট্রেনে ওই ব্যক্তিকে কাটা পড়তে দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, মোবাইলে কথা বলতে গিয়ে অসতর্কতায় রেললাইন পারাপার করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে।


[ আরও খবরঃ চিকিৎসার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এইচআইভি রোগী ]



প্রাথমিক তদন্তে জিআরপির তদন্তকারী কর্তারা জানিয়েছেন, মোবাইলে কথা বলতে গিয়েই অসতর্কতায় এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।


মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page