৮ লক্ষ টাকার জালনোট সহ ধৃত এক, তদন্তে বাংলাদেশ যোগ
- আমাদের মালদা ডিজিট্যাল

- 11 minutes ago
- 1 min read
পাচারের আগেই ৮ লক্ষ টাকার জালনোট সহ এক কারবারীকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতকে আগামীকাল পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্তে উঠে এসেছে বাংলাদেশ যোগের তথ্যও।
শনিবার সকালে বৈষ্ণবনগরের জীবনমোড় এলাকা থেকে প্রায় ৮ লক্ষ টাকার জালনোট সহ এক কারবারীকে গ্রেপ্তার করা হয়। ধৃত কারবারীর নাম আনারুল শেখ (৩৬)। বাড়ি বৈষ্ণবনগরের বাখরাবাদ এলাকায়। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোনও।

পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ জীবনমোড় এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী একটি মোটরবাইক আটক করে তল্লাশি চালিয়ে প্রায় ৮ লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া সমস্ত নোট ৫০০ টাকার। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া জালনোট সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গত একমাসে প্রায় ৪০ লক্ষ টাকার জালনোট সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে ধৃতের সঙ্গে বাংলাদেশিদের যোগাযোগ থাকার কিছু তথ্যও পাওয়া গিয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments