বাঘ সংরক্ষণে ইউনেসকোর হাতিয়ার মালদার গম্ভীরা
- আমাদের মালদা ডিজিট্যাল

- 14 minutes ago
- 1 min read
সুন্দরবনের বাঘ বাঁচানোর কাজে ময়দানে নামলেন গম্ভীরা শিল্পীরা। রয়্যাল বেঙ্গল টাইগারকে রক্ষা করতে মালদার লোক সংস্কৃতিকে হাতিয়ার করেছে ইউনেসকো।
সুন্দরবনের অরণ্য ও বাঘ সংরক্ষণে অভিনব উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক সংগঠন ইউনেসকো। ইউনেসকোর ডাকে মালদার ফতেপুর গম্ভীরা দল পাড়ি দিয়েছে জঙ্গলে। মালদার এই জনপ্রিয় গম্ভীর দল ইতিমধ্যে কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজের সহযোগিতায় গোসাবার পখিরালয়ের মঞ্চে গম্ভীরা গান মঞ্চস্থ করেছেন।

গম্ভীরাজলের কর্ণধার বাবলু মণ্ডল জানান, এর আগেও আমরা নানারকম সামাজিক সচেতনতার জন্য গান পরিবেশন করেছি। এবার আমরা মালদার এই লোকশিল্পকে সুন্দরবনে নিয়ে গিয়েছি। ইউনেসকোর ডাকে আমরা সুন্দরবনের সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যা নিয়ে গম্ভীরা গানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করছি। ইউনেসকোর মতো আন্তর্জাতিক সংস্থার থেকে ডাক পেয়ে আমরা গর্বিত।
দলের আরেক শিল্পী বিবেকবরন মণ্ডল জানান, "পরিবেশ সচেতনতা, লোক সংস্কৃতি বিনিময় ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার সঙ্গে লোকসংস্কৃতির যোগসূত্র স্থাপন করতেই আমরা কাজ করছি। ইউনেসকোর তরফে এই কাজের জন্য ডাক পেয়ে আমরা খুবই গর্বিত।"
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments