top of page

আদালতে আত্মসমর্পণ বাবলা খুনে অন্যতম অভিযুক্তের

অবশেষে খোঁজ মিলল জেলা তৃণমূলের সভাপতি দুলাল সরকার খুনে অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের। প্রায় সাড়ে ছয় মাস ফেরার থাকার পর শুক্রবার মালদা জেলা আদালতে আত্মসমর্পণ করল বাবলু। ইংরেজবাজার থানার পুলিশের তরফে আদালতে বাবলুর সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানানো হলে বিচারক ৬ দিনের পুলিশি হেপাজতের আবেদন মঞ্জুর করেন।


উল্লেখ্য, গত ২ জানুয়ারি নৃশংসভাবে খুন হন তৃণমূলের দাপুটে নেতা দুলাল সরকার। সেই ঘটনায় মূলচক্রী হিসেবে গ্রেপ্তার করা হয় ইংরেজবাজার টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাকে। এই ঘটনায় জানুয়ারি মাসেই আটজনকে গ্রেপ্তার করা গেলেও খোঁজ মিলছিল না অন্যতম দুই অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন ও বাবলু যাদবের। এই দুইজনের খোঁজ পেতে জেলা পুলিশের তরফে ২ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করা হয়। গত এপ্রিল মাসে কাটিহার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কৃষ্ণ রজক ওরফে রোহনকে। শুক্রবার মালদা জেলা আদালতে আত্মসমর্পণ করে বাবলু।

ree

বাবলু যাদব মালদা শহরের মহানন্দা কলোনি এলাকার বাসিন্দা। তার বাড়ি থেকেই ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে দুলাল সরকারের বাড়ি। পুলিশ সূত্রে খবর, দুলাল সরকারের সমস্ত গতিবিধির ওপর নজরদারি চালিয়েছিল বাবলু। পুলিশের হাত থেকে বাঁচতে বিহারে আশ্রয় নিয়েছিল সে। ধৃতকে পুলিশি হেপাজতে নিয়ে এই ঘটনার আরও কিছু তথ্যের হদিশ পেতে চাইছেন তদন্তকারী অফিসাররা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page