ফের ট্যাব কেলেঙ্কারিতে বৈষ্ণবনগর যোগ, গ্রেপ্তার আরও এক
পূর্ব বর্ধমান জেলার ট্যাব কেলেঙ্কারির পর এবার মালদা জেলার ট্যাব কেলেঙ্কারিতেও বৈষ্ণবনগর যোগ। ইতিমধ্যে গাজোলের একটি স্কুলের ট্যাব কেলেঙ্কারির ঘটনার যোগে বৈষ্ণবনগরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। একের পর ট্যাব কেলেঙ্কারিতে বৈষ্ণবনগরের যোগে, প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী বৈষ্ণবনগর ট্যাব কেলেঙ্কারির হটস্পট হয়ে উঠেছে?
সাইবার ক্রাইম থানার পুলিশ সূত্রে খবর, গাজোলের একটি স্কুলের ট্যাবের টাকা কেলেঙ্কারির টাকা বৈষ্ণবনগরের তিনশতদিঘী এলাকার বাসিন্দা সেরাজুল মিয়াঁর (৩০) অ্যাকাউন্টে যায়। অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলেও নেওয়া হয়। এই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বাড়ি থেকে সেরাজুল মিয়াঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল। তার স্ত্রীর অ্যাকাউন্টও এই কেলেঙ্কারিতে ব্যবহার হয়ে থাকতে পারে বলে সন্দেহ করেছেন তদন্তকারী অফিসাররা। এই চক্রের আরও কিছু পাণ্ডার নামও পুলিশি তদন্তে উঠে এসেছে। আরও জিজ্ঞাসাবাদের জন্যে ধৃতকে আজ দশ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
সাইবার ক্রাইম থানার পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ইতিমধ্যে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে কেওয়াইসি ডিটেলস যাচাই করার প্রক্রিয়া চলছিল, তাতে একই ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে। তবে কতজনের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তা জানতে আরও কিছু তথ্য যাচাইয়ের কাজ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। সাইবার ক্রাইম থানার তদন্ত কোন দিকে এগোচ্ছে তা থেকেই বোঝা যাবে, সত্যিই কী বৈষ্ণবনগর ট্যাব কেলেঙ্কারির হটস্পট হয়ে উঠেছে!
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments