মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। শুক্রবার সকালে মুচিয়া মহাদেবপুর এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
প্রতীকী ছবি।
জানা গেছে, এদিন সকালে ওই বাইক আরোহী মালদা থেকে আইহোর দিকে যাচ্ছিলেন। সেই সময় মুচিয়া মহাদেবপুর এলাকায় মাটি বোঝাই একটি ট্রাক্টর ওই বাইকটিতে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই মোটরবাইক আরোহীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এখনও পর্যন্ত ওই মোটরবাইক আরোহীর নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাটি বোঝাই ট্রাক্টরগুলি বেপরোয়াভাবে চলাচল করে। যার ফলস্বরূপ এলাকায় দিনের পর দিন দুর্ঘটনা বাড়ছে এলাকায়।
Commenti