top of page

তিন হাজার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত এক

তিন হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


One held with three thousand yaba tablets
তিন হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ

কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল সিলামপুর দুই গ্রামপঞ্চায়েতের হাসপাতাল মোড় এলাকায় হানা দিয়ে এক ব্যক্তির হেপাজত থেকে তিন হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতার করা হয় হামিদুল শেখ নামে ওই ব্যক্তিকে। হামিদুল কালিয়াচকের মোজমপুরের নতুনবালু গ্রামের বাসিন্দা। ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল তা জানতে ধৃতকে সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page