top of page

আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও অস্ত্র সহ ধৃত এক

আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ধারালো অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম লক্ষ্মীকান্ত মণ্ডল (২৪)। বাড়ি বেদরাবাদের ধুলৌড়ি এলাকায়।


One held with firearms, cartridges and weapons

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ির সান-শেড থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, দুটি ধারালো অস্ত্র ও ২১টি তির উদ্ধার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page