ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ধৃত এক
একুশের বিধানসভা নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ধৃত এক। ধৃত ব্যক্তির নাম দীপঙ্কর দাস (৩০)। বাড়ি মালদা শহরের রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায়। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় বলেন, গতকাল রাতে মালদা শহরের ঘোড়াপীর এলাকায় সন্দেহজনক এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে সাদা পোশাকের পুলিশের দল। তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ গৃহবধূর শ্লীলতাহানি, অভিযুক্ত দুই যুবক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
تعليقات