দুর্ঘটনায় মৃত এক আহত এক, ঘাতক বাসে আগুন
বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও একজন। দুর্ঘটনার পর শর্ট সার্কিট থেকে বাসে আগুন ধরে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজারের মধুঘাট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও দমকলবাহিনী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে সুজাপুরের ব্রহ্মোত্তরের বাসিন্দা মতিউল হক (২৫) ও রফিকুল শেখ মোটরবাইকে করে মালদা শহরের দিকে আসছিলেন। অভিযোগ, সেই সময় একটি বেসরকারি বাস মোটরবাইকে ধাক্কা মারে। ছিটকে পড়েন দুজনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় মতিউলের। গুরুতর আহত হন রফিকুল। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা রফিকুলকে উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠান। এদিকে, ঘটনার পর হঠাৎ ঘাতক বাসে আগুন ধরে যায়। এরই মধ্যে ঘাতক বাস খানিকটা এগিয়ে আরও একটি মোটরবাইকে ধাক্কা মারে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ ও দমকলবাহিনী। দমকের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুর্ঘটনার পর বাসে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই কারণেই বাস স্টার্ট হয়ে খানিকটা এগিয়ে দাঁড়িয়ে থাকা আরও একটি মোটরবাইকে ধাক্কা মারে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে এখনও ধ্বন্দ্বে রয়েছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios