top of page

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ মৃত এক, আহত দুই

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক দুষ্কৃতীর৷ আহত হয়েছে আরও দুইজন৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার শিকস্তি গ্রামে৷ গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর এলাকায় সন্ত্রাস চালাতে তৃণমূলের দুষ্কৃতীরা বোমা বাঁধছিল৷


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে শিকস্তি গ্রামের একটি লিচু বাগানে বোমা বানাচ্ছিল বেশ কয়েকজন দুষ্কৃতী৷ সেই সময় বিস্ফোরণ হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মুকলেসুর রহমান নামে এক ব্যক্তির। বিস্ফোরণে আহত হয়েছে আলম শেখ ও কালু শেখ। এরা প্রত্যেকেই এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের মালদা। সেই ভিডিয়োয় দেখা যায় গ্রামবাসীদের জেরায় কালু স্বীকার করে নেয়, তারা বোমা বানাতে এসেছিল৷কালিয়াচক-১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি মিজানুর রহমান জানান,

গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতী বোমা বানাচ্ছিল৷ সেই সময় বিস্ফোরণ হয়৷ তাতে একজন মারা গিয়েছে৷ আরও দুইজন আহত হয়৷ কালিয়াচকের মানুষকে আতঙ্কে রাখতে তৃণমূলের দুষ্কৃতীরা এখনও বোমা বানাচ্ছে৷ কংগ্রেসের কর্মীরা আতঙ্কে দিন কাটাচ্ছে৷ এলাকাকে শান্ত রাখতে আরও বেশি করে পুলিশি টহলদারি চালানোর দাবি জানাচ্ছি।

বৈষ্ণবনগরের তৃণমূলি বিধায়ক চন্দনা সরকার জানান,

যে এলাকায় ঘটনা ঘটেছে সেখান থেকেই কালিয়াচক-১ নম্বর ব্লক শুরু হচ্ছে৷ ওই এলাকাটি কালিয়াচক-১ নম্বর ব্লকের মধ্যেই পড়ে৷ শুনতে পেলাম, বহিরাগত কিছু দুষ্কৃতী সেখানে বোমা বাঁধছিল৷ তবে আমি পুরো বিষয়টি জানি না৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page