কোটি টাকার ব্রাউন শুগার সহ গ্রেফতার এক
কোটি টাকার ব্রাউন শুগার ও লক্ষাধিক টাকার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ সুজাপুর চামাগ্রাম এলাকায় তাজামূল শেখ (৩৬) নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। তথ্য অনুযায়ী ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১ কেজি ৩৮৬ গ্রাম ব্রাউন শুগার ও নগদ ২ লক্ষ ৭৮ হাজার ২৫০ টাকা। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। উদ্ধার হওয়া ব্রাউন শুগারের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪২ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কারবারের সঙ্গে যুক্ত। ধৃতকে জেরা করে এই চক্রে জড়িতদের খোঁজ পেতে চাইছেন তদন্তকারী অফিসাররা। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários