ব্রাউন শুগার সহ গ্রেফতার পাণ্ডা
৩০৬ গ্রাম ব্রাউন শুগার সহ এক পাণ্ডাকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ৷ ধৃত ব্যক্তিকে আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ছাতরা সুলতানিয়া এলাকায় হানা দেয়৷ তথ্য অনুযায়ী এই এলাকায় এক ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ৩০৬ গ্রাম ব্রাউন শুগার৷ গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে৷ ধৃত ব্যক্তির নাম আলম খান৷ বাড়ি কালিয়াচকের ইমামজাগির এলাকায়৷ ধৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশে একাধিক মামলা রয়েছে। ধৃতকে আজ পুলিশি হেপাতজের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ মালদায় কমছে সংক্রমণের হার, স্বস্তি ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Bình luận