top of page

ব্রাউন শুগার সহ গ্রেফতার পাণ্ডা

৩০৬ গ্রাম ব্রাউন শুগার সহ এক পাণ্ডাকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ৷ ধৃত ব্যক্তিকে আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷


one arrested with brown sugar
উদ্ধার হয় ৩০৬ গ্রাম ব্রাউন শুগার

গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ছাতরা সুলতানিয়া এলাকায় হানা দেয়৷ তথ্য অনুযায়ী এই এলাকায় এক ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ৩০৬ গ্রাম ব্রাউন শুগার৷ গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে৷ ধৃত ব্যক্তির নাম আলম খান৷ বাড়ি কালিয়াচকের ইমামজাগির এলাকায়৷ ধৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশে একাধিক মামলা রয়েছে। ধৃতকে আজ পুলিশি হেপাতজের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Bình luận


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page