top of page

ছাত্রকে বেধড়ক মারধর প্রধান শিক্ষকের

  • May 3, 2019
  • 1 min read

Updated: Feb 24, 2020

দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে কঞ্চি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ওল্ড মালদার শাকমোহন প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে৷ এই ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন নিগৃহীত ছাত্রের মা৷ নিগৃহীত ছাত্রের নাম শুভঙ্কর সাহা৷


ছাত্রকে বেধড়ক মারধর প্রধান শিক্ষকের
এর আগেও ওই মাস্টারমশাই ছেলেকে মেরেছিলেন। ছেলের জ্বর চলে এসেছিল।

শুভঙ্করের মা সরস্বতী সাহার অভিযোগ, গত পরশু কৌশিক মাস্টারমশাই ছেলেকে বেধড়ক মারধর করেন৷ গতকাল সেকথা মাস্টারমশাইকে বলতে গিয়ে তিনি জানতে পারেন, গতকালও তিনি ছেলেকে মেরেছেন৷ দেখি, ছেলের গোটা পিঠ ফেটে গেছে৷ শিক্ষক হিসাবে তিনি কোনও ছাত্রকে এভাবে জানোয়ারের মতো মারা যায়? এর আগেও ওই মাস্টারমশাই ছেলেকে মেরেছিলেন। ছেলের জ্বর চলে এসেছিল। ওই মাস্টারমশাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানাবেন তিনি।


স্থানীয় এক বাসিন্দা জানান, মাস্টারমশাইয়ের ভয়ে ছেলেমেয়েরা স্কুলে আসতে চায় না৷ জোর করে তাদের স্কুলে পাঠাতে হয়৷ছেলেমেয়েরা পড়াশোনা না করলে সেকথা অভিভাবকদের জানানো উচিত। গতবছর তাঁর ছেলেকেও ওই মাস্টারমশাই বেধড়ক মেরেছিলেন৷ গতকাল তিনি আরেকটি বাচ্চাকে মারধর করেন।


এনিয়ে পুরাতন মালদার অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ জানান, লোকমুখে এই খবর পেলেও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগপত্র তাঁর কাছে জমা পড়েনি৷ গোটা ঘটনা না জেনে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না৷

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page