১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ বিজেপির নিজের প্রধানের বিরুদ্ধেই
top of page

১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ বিজেপির নিজের প্রধানের বিরুদ্ধেই

প্রায় দুই ঘণ্টা ধরে ঘেরাও থাকলেন মালদা জেলার পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভলক্ষ্মী গাইন। অভিযোগ, পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের সদস্যদের কোনও তথ্য দিচ্ছেন না। ১০০ দিনের কাজ, জন পরিসেবা সবই সদস্যদের অন্ধকারে রেখে করছেন তিনি। দলের সদস্যদের অন্ধকারে রেখে বাইরের লোককে দিয়ে পঞ্চায়েতের কাজ করছেন তিনি। হোয়াইটনার লাগিয়ে জবকার্ড হোল্ডারদের নামের তালিকায় ভুয়ো নাম লেখা হচ্ছে৷ একই লোককে বার বার ১০০ দিনের কাজ পাচ্ছে৷ তাই প্রধানের বিরুদ্ধে নিজের দলের সদস্যরাই পথে নেমেছেন, সাথে সাধারণ মানুষও এই আন্দোলনে ছিলেন। গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের সদস্যরাই বিজেপির প্রধানের বিরুদ্ধে আন্দোলনে সামিল হন।



নিজের দলের সদস্যরাই ঘেরাও করল মুচিয়া পঞ্চায়েত প্রধানকে।

যদিও প্রধানের দাবি, পঞ্চায়েত নির্বাচনের পর বিগত বোর্ডের কাজই অসমাপ্ত আছে। সেই কাজই এখন চলছে। নতুন কোনও কাজ বা কাজের পরিকল্পনা এখনও নেওয়া হয়নি। ফলে সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। আজ কেউ কোনও লিখিত অভিযোগপত্র তাঁর কাছে জমা করেনি। এক পঞ্চায়েত সদস্যের স্বামী এইসব ঘটনার মূলে।

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে ১৬টি আসনের মধ্যে বিজেপি ১০, টিএমসি ৫ ও কংগ্রেস ১টি আসন পায়। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা দখল করে বিজেপি। কয়েক মাসের মধ্যেই বিজেপির অন্দরে কোন্দলের এমন ঘটনায় অস্বস্তিতে বিজেপির জেলা নেতৃত্ব।


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page