প্লাস্টিক কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির৷ এই ঘটনায় আপাতত একটি দোকানের মালিককে আটক করেছে মালদা থানার পুলিশ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে ওল্ড মালদার মঙ্গলবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায়৷
দোকানের মালিক প্রশান্ত ঘোষ চুরি আটকাতে দোকানের বাইরে একটি তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল৷সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অসীমবাবুর
মৃত ব্যক্তির নাম অসীম কর্মকার (৫৫)৷ বাড়ি ওল্ড মালদা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড খইহাট্টা এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসীম কর্মকার নামে ওই ব্যক্তি আজ সকালে প্লাস্টিক কুড়োতে গিয়ে মঙ্গলবাড়ি রেলগেট সংলগ্ন একটি দোকানের পাশে এসে তড়িদাহত হন৷অসীমবাবুর পরিবারের অভিযোগ, ওই দোকানের মালিক প্রশান্ত ঘোষ চুরি আটকাতে দোকানের বাইরে একটি তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল৷সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অসীমবাবুর৷ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এসে বিদ্যুৎ দপ্তরে খবর দেয়৷বিদ্যুৎ দপ্তরের লোকজন ওই তার পরীক্ষা করে জানায়, সেই তারে বিদ্যুৎ সংযোগ রয়েছে৷এরপরেই মালদা থানার পুলিশ প্রশান্ত ঘোষকে আটক করে।
যদিও অসীমবাবুর পরিবারের অভিযোগের উত্তর দিয়েছেন প্রশান্ত ঘোষ। তিনি জানান, ‘দোকানের বাইরে আর্থিং-এর তার ছিল৷ বৃষ্টি বা অন্য কোনও কারণে ওই তারে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়৷’
Kommentare