বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ, প্রতিবাদ করে প্রহৃত প্রৌঢ়
মদ্যপ অবস্থায় বৃদ্ধ বাবা-মাকে গালিগালাজ ও মারধরের প্রতিবাদ করায় ছেলের হাতে আক্রান্ত হলেন প্রৌঢ়। আক্রান্ত প্রৌঢ় বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের অমৃতি এলাকায়। আক্রান্তের পরিবারের পক্ষ থেকে মিলকি ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে।
আক্রান্ত প্রৌঢ়ের নাম ননীগোপাল ঘোষ (৭৮)। বাড়ি ইংরেজবাজারের অমৃতি এলাকায়। জানা গেছে, ননীবাবুর বড়ো ছেলে জয়দেব ঘোষ মদ্যপ অবস্থায় প্রায় প্রতিদিনই বৃদ্ধ বাবা-মাকে গালিগালাজ ও মারধর করত। প্রতিবাদ করায় গতকাল হাঁসুয়া নিয়ে ননীবাবুর ওপর চড়াও হয় সে। মাথায় হাঁসুয়ার কোপ বসিয়ে মারধর করতে থাকে। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
Comments