কালবৈশাখীর ঝড়ে মৃত বৃদ্ধা, নিখোঁজ আরও এক
কালবৈশাখীর ঝড়ে গাছ পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। নিখোঁজ হয়েছেন আরও একজন। পাশাপাশি ঝড়ে প্রাণ গিয়েছে অসংখ্য বাদুড়েরও। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর এলাকায়।
মৃত বৃদ্ধার নাম ঝরনা হালদার (৭৫)। বাড়ি সাহাপুর গ্রামপঞ্চায়েতের ২ নম্বর বিমল দাস কলোনি এলাকায়। ঝরনাদেবী গৃহ পরিচারিকার কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে তিনি কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ঝড়ে বাড়ির সামনেই একটি বড়ো গাছের ডাল ভেঙে তাঁর উপর ভেঙে পড়ে। চিৎকারে স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ঝড়ে গাছ পড়ে মৃত্যু হয়েছে শতাধিক বাদুড়েরও। এই ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি মির্জাপুর মোড়ের কাছে পিএইচই দফতরের ভিতরে। উপড়ে পড়া গাছের ভিতর এখনও অনেক বাদুড় আটকে রয়েছে।
গতকালের ঝড়ে নিখোঁজ হয়েছেন এক চাষিও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রামপঞ্চায়েতের কেশবপুর এলাকায় গঙ্গার চর থেকে ঘরে ফিরছিলেন চার কৃষক। নদীতে ছোট টিনের ডোঙা নিয়ে ঘরে ফিরছিলেন তাঁরা। প্রবল ঝড়ে সেই ডোঙা উলটে যায়। তিন চাষি সাঁতরে পাড়ে উঠলেও জাট্টু মাহাতো নামে এক চাষির খোঁজ পাওয়া যায়নি। এখনও তাঁর খোঁজে গঙ্গায় তল্লাশি চলছে।
[ আরও খবরঃ জলের তলায় সোনার ফসল, মাথায় হাত চাষিদের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments