ভরদুপুরে শিয়ালের আক্রমণে জখম বৃদ্ধা ও শিশু
ভরদুপুরে শিয়ালের দাপটে গুরুতর জখম এক শিশু ও এক বৃদ্ধ। বুধবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার গোপালপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকেই চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে।
জখম বৃদ্ধ ও শিশুর নাম ননি মণ্ডল (৫৯) ও স্মৃতি দাস (৯)। বাড়ি কনুয়া ভবানিপুর এলাকা ও ভিঙ্গোল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে মাঠে খেলতে যায় শিশুটি। হঠাৎ শেয়ালের আক্রমণ। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসার প্রাণে রক্ষা পায় শিশুটি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। অন্য দিকে, ওই মাঠেই ধান কাটতে যান ননিদেবী। বাড়ি ফেরার পথে ধানের জমি থেকে বেড়িয়ে এসে ওই বৃদ্ধের হামলা চালায় একটি শেয়াল। শেয়ালের হামলায় ক্ষত-বিক্ষত হয়ে যায় ননিদেবীর শরীর। বর্তমানে তিনিও চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
[ আরও খবরঃ পথ অবরোধের জেরে প্রাণ গেল ৭ বছরের শিশুর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios