top of page

কার্নিভালের রং লেগেছে ইংরেজবাজারে

আর মাত্র দু’দিন৷ বড়োদিন আর ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি মালদা শহর৷ কার্নিভালের রং লেগেছে অলিগলিতেও৷ তবে ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শহরের অভিমুখ নিশ্চিতভাবেই বৃন্দাবনি ময়দান৷ পুরোনো জায়গা পালটে এবার সেখানেই বসছে কার্নিভালের আসর৷ শীতের চাদর গায়ে দিয়ে ওই ক’দিন শরীর গরম করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে সাত থেকে সত্তরের দলও৷



গত কয়েক বছর বড়োদিন থেকে শুরু করে পয়লা জানুয়ারি পর্যন্ত মালদা শহরের ফোয়ারা মোড়েই বসত উইন্টার কার্নিভালের আসর৷ নাচগানের আসরে বন্ধ হয়ে যেত শহরের ব্যস্ততম ট্রাফিক মোড়৷ শুধু সাধারণ যানবাহনই নয়, আটকে যেত রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সও৷ তাই এবার পুলিশ ও প্রশাসনের তরফে আগেই ইংরেজবাজার পুরসভাকে জানিয়ে দেওয়া হয়, ফোয়ারা মোড়ে কার্নিভালের আসর বসানো যাবে না৷ বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে৷ দুই প্রশাসনের সেই নির্দেশ মেনে এবার বৃন্দাবনি ময়দানে কার্নিভাল সরিয়ে নিয়ে গিয়েছে পুর কর্তৃপক্ষ৷ ময়দানে শীত উৎসবের প্রস্তুতি পর্ব এখন শেষের দিকে৷


পুরসভার তরফে জানানো হয়েছে,

প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত সেখানে চলবে কার্নিভাল৷ চলবে গান-বাজনা, নাচ সহ মনোরঞ্জনের একাধিক আসর৷ খুদেদের মন ভালো করতে মাঠে থাকবে নানা উপকরণ৷ মাঠে থাকবে খাবার সহ বিভিন্ন সামগ্রীর ৪০টি স্টলও৷ মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি রকমারি খাবার সেই স্টলগুলিতে থাকবে৷ তবে ৩১ ডিসেম্বর নতুন বছরের আগমনকে স্মরণীয় করে রাখতে সেদিনের জন্য এই সময়সীমায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে৷ সেদিন বিকেল পাঁচটা থাকে রাত ১২টা পর্যন্ত চলবে এই আসর৷ এরই মধ্যে শহরবাসীর মধ্যে রটে গিয়েছিল, এবার প্রথম কার্নিভালে অংশ নেওয়ার ক্ষেত্রে ১০০ টাকার প্রবেশমূল্য ধার্য করা হচ্ছে৷ যদিও পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ মানুষ বিনামূল্যেই মাঠে যেতে পারবেন৷ তারিয়ে তারিয়ে উপভোগ করতে পারবেন শীত উৎসব৷


এবারের কার্নিভালে মালদাবাসীকে গান শোনাতে আসছেন অনেক তারকা শিল্পী৷ ২৫ ডিসেম্বর আসর মাতাবেন ঋষি চক্রবর্তী৷ ২৬ তারিখ থাকবেন তন্ময় কর ও তাঁর সম্প্রদায়, ২৭ তারিখ আসছেন মেখলা দাশগুপ্ত, ২৮ ডিসেম্বর রক্তিম ও জ্যোতির গান উপভোগ করতে পারবেন মালদাবাসী, ২৯ ডিসেম্বর বৃন্দাবনি ময়দানের আকাশে ছেয়ে যাবে অনন্যা চক্রবর্তীর সুর, ৩০ ডিসেম্বর সবাইকে গানের সুরে ভাসাবেন স্নিগ্ধাজিৎ ভৌমিক আর ৩১ ডিসেম্বর ইমন চক্রবর্তীর সুর আর ছন্দে ভাসবেন সবাই৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page