top of page

জমি দখলে বাধা দিতে গিয়ে আক্রান্ত প্রৌঢ়

জমি দখলে বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন এক প্রৌঢ়। আক্রান্ত প্রৌঢ় বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার অন্তর্গত সিলামপুর এলাকায়।



আক্রান্ত প্রৌঢ়ের নাম সুরেন মণ্ডল (৮৫)। বাড়ি কালিয়াচকের সিলামপুরে। সুরেনবাবুর অভিযোগ, কয়েকদিন আগে পার্শ্ববর্তী গ্রামের তরুণ ঘোষ, ভোদল ঘোষদের বাড়ি গঙ্গার জলে তলিয়ে যায়। গতকাল তারা সুরেনবাবুর জমি দখল করে বাড়ি তৈরির চেষ্টা করেন। বাধা দিতে গেলে প্রথমে সুরেনবাবুকে লক্ষ্য করে ইট ছোঁড়ে, পরে হাঁসুয়া দিয়ে কোপ মারে। স্থানীয় বাসিন্দারা সুরেনবাবুকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করেন। এই ঘটনায় গতকাল রাতে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করে সুরেনবাবুর পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কালিয়াচক (#Kaliachak) থানার পুলিশ।


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page