top of page

মহানন্দার ঘাটে এক ব্যক্তির পচা-গলা দেহ উদ্ধার

মহানন্দা নদীর ঘাট থেকে এক ব্যক্তির পচা-গলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায়৷ মৃত ব্যক্তির নাম জুলকার আলি (৩৯)৷ বাড়ি ইংরেজবাজার থানার নরহাট্টায়৷ জুলকার সাহেব ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার ভোট দিয়ে বাড়ি থেকে বেরোয় জুলকার সাহেব৷ তারপর আর তিনি বাড়ি ফেরেননি৷ গতকাল পরিবারের লোকজন ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করেন৷ আজ সকালে মহানন্দা নদীর ঘাটে জুলকার সাহেবের পচা-গলা দেহ ভেসে ওঠে৷ পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের অনুমান, কেউ বা কারা জুলকার সাহেবকে মেরে নদীতে ফেলে দিয়েছে৷ জুলকার সাহেবের স্ত্রী নুরেজা বিবি জানান, ক্ষত-বিক্ষত শরীর দেখে মনে হচ্ছে স্বামীকে খুন করা হয়েছে৷ তিন ছেলেমেয়ে নিয়ে আমি কীভাবে সংসার চালাব? স্বামীর হত্যাকারীদের শাস্তি চাই৷ মালদা থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page