চাঁচলে নিঃসন্তান দম্পতির রহস্যমৃত্যু!
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 27, 2022
- 1 min read
দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য চাঁচলে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
মৃত দম্পতির নাম যোগেন রক্ষিত (৫২) ও সোনামণি রক্ষিত (৪৩)। বাড়ি চাঁচলের কলিগ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির কোনও সন্তান ছিল না। যোগেনবাবু জমির ব্যবসা করতেন। গতকাল রাতে বাড়িতে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। স্থানীয়দের দাবি, ওই দম্পতি কারো সাথে মেলামেশা করত না। তাঁদের মধ্যে অশান্তির খবরও কখনও শোনা যায়নি। ব্যবসার জন্য তাঁদের কোনও ঋণ ছিল কিনা তা জানা নেই।
চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে আপাতত দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
[ আরও খবরঃ মাদক খাইয়ে লুঠ, যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Komentar