সরকারিভাবে সামনে এল পুরপ্রধানের নাম, শপথ ৩০শে
সরকারিভাবে ঘোষণা না হলেও জেলা জুড়ে দুই পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম সকলের মুখে মুখে ঘুরছিল। এমনকি সংবর্ধনা দেওয়ার পালাও মিটে গিয়েছিল। অবশেষে আজ সরকারিভাবে দুই পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করল জেলা তৃণমূল নেতৃত্ব।
আজ দুপুরে জেলা কার্যালয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক তজমূল হোসেন, সমর মুখোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য নেতৃত্বের পাঠানো খাম খুলে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশি।
রহিম সাহেব বলেন, ইংরেজবাজার পুরসভায় চেয়ারম্যান হচ্ছেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, আর ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা। পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান হচ্ছেন কার্তিক ঘোষ এবং ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম। ইংরেজবাজার পুরসভার চারজন চেয়ারম্যান-ইন-কাউন্সিল হলেন অশোক সাহা, গায়ত্রী ঘোষ, নিবেদিতা কুণ্ডু এবং শুভময় বসু। রাজ্য নেতৃত্বের নির্দেশে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে জেলা কমিটি পরে পুরাতন মালদা পুরসভার সিআইসি সদস্যের নাম ঘোষণা করবে। আগামী ৩০ মার্চ দুই পুরসভার বোর্ড গঠিত হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare