প্রতিমার সাজে বাদামের খোসা, দর্শনার্থীদের মন কাড়বে আশায় শিল্পী
top of page

প্রতিমার সাজে বাদামের খোসা, দর্শনার্থীদের মন কাড়বে আশায় শিল্পী

কাঁচা বাদাম গান গেয়ে বিখ্যাত হয়েছেন ভুবন বাদ্যকর। এবার কাঁচা বাদাম ও খোসা দিয়ে প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের মন জয় করতে চাইছেন মালদার শিল্পী সুশান্ত সরকার।


শুরু হয়েছে পুজোর কাউন্টডাউন। এই মুহূর্তে চরম ব্যস্ততা সমস্ত কুমোরটুলিতে। ব্যস্ততা রয়েছে মালদা শহরের বিশ্বনাথ মোড়ের শিল্পী সুশান্ত সরকারের প্রতিমা তৈরির কারখানায়ও। এবছর তিনি ১৯টি প্রতিমা তৈরি করছেন। তারমধ্যে অন্যতম মালদা শহরের রায়পাড়া আরতি সংঘের দুর্গা প্রতিমা। এবছর প্রতিমার মূল আকর্ষণ কাঁচা বাদাম এবং বাদামের খোসা দিয়ে তৈরি দেবীর সাজ।



সুশান্তবাবু জানান, ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান এখন সকলের জানা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই গান এখন খুদেদের গলাতেও শোনা যায়। সেই থেকেই প্রতিমা সজ্জায় বাদাম ও খোসার ব্যবহারের চিন্তাভাবনা। তিনি আশা করছেন তাঁর এই প্রতিমা দর্শনার্থীদের মন জয় করবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page