top of page

খুন করে মোবাইল নিয়ে পালাতেই ধরা পড়ল খুনি

Updated: Oct 27, 2020

গত ৯ অক্টোবর নূরজামালের (৩৪) পচাগলা দেহ আমদাবাদ থেকে উদ্ধার হয়। গুজরাট পুলিশ তদন্তে নেমে জানতে পারে, রবিউল ইসলাম, রাজকুমার নরেশ, শাকিল আনসারী রহমান, সুমন রফিক ও নূরজামাল একসঙ্গে গুজরাটে কাজ করতে গিয়েছিল। এরা প্রত্যেকেই মালদা জেলার গাজোলের বাসিন্দা। ৫০ হাজার টাকার জন্য নূরজামালকে খুন করে তার মোবাইল নিয়ে পালিয়ে যায় বাকি চারজন। পরে হরিশ্চন্দ্রপুর-কুমেদপুরে নূরজামালের ফোনে নতুন সিমকার্ড লাগানো হয়। নূরজামালের ফোন ট্র্যাক করে গুজরাট পুলিশ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। গতকাল রাতে কুমেদপুর এলাকা থেকে ওই চার জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।


ree

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সঞ্জয় কুমার দাস জানান, শুক্রবার ধৃত চারজনকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। গুজরাট পুলিশ ধৃতদের রিমান্ডে গুজরাটে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page