top of page

পুজোয় শহরে বাড়ছে ড্রপ গেটের সংখ্যা, থাকছে পুরষ্কার জেতার সুযোগও

কলকাতার পরেই জেলাগুলির মধ্যে বড়ো পুজোর অন্যতম মালদা শহরের পুজো৷ প্রতি বছর পুজোতে ভিন জেলার পাশাপাশি ভিন রাজ্যের মানুষ প্রতিমা ও পুজো মন্ডপ দর্শনে আসেন৷ সাধারণ মানুষের প্রতিমা দর্শনে সুবিধার্থে জেলা পুলিশের তরফে যানবাহন চলাচলে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়৷ এবছর সেই নিষেধাজ্ঞা বজায় থাকছে৷ গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে এবছর বাড়ানো হয়েছে বেশ কয়েকটি ড্রপ গেটের সংখ্যা৷ তবে ভিড় অনুযায়ী সেই ড্রপগেটগুলি কার্যকর হবে বলে জেলা পুলিশের তরফে দাবি করা হয়েছে৷ পাশাপাশি সাইবার সচেতনতায় জেলা পুলিশের তরফে আয়োজন করা হচ্ছে ট্রেজার হান্টের৷ কিউ আর কোড স্ক্যান করে সঠিক উত্তর দিতে পারলেই থাকছে পুরষ্কৃত হওয়ার সুযোগ৷


বুধবার বিকেলে পুলিশ ক্লাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে এবছরের পুজো গাইড ম্যাপ প্রকাশিত করা হয়৷ উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, জেলাশাসক নিতীন সিংহানিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত জেলাশাসক, দুই পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্যরা৷


ree

পুলিশ সুপার জানান, দর্শনার্থীদের সুবিধার্থে আমরা আজ গাইড ম্যাপের উদবোধন করলাম৷ দর্শনার্থীদের সুবিধার্থে যানবাহন নিয়ন্ত্রণে মালদা শহরে ৭৯টি ড্রপ গেট করা হয়েছে৷ ড্রপগেটগুলি ষষ্ঠী থেকে কার্যকর হবে৷ বিকেল তিনটে থেকে রাত দুটো পর্যন্ত ড্রপগেট কার্যকর থাকছে৷ তবে রাস্তার ভিড় অনুযায়ী ড্রপগেট কার্যকর হওয়ার দিন ও সময় পরিবর্তন হতে পারে৷ দর্শনার্থীদের যানবাহন পার্কিংয়ের জন্য এবছর আমরা গ্রাউন্ডের সংখ্যাও বাড়িয়েছি৷ অ্যাম্বুলেন্সের জন্য গত বছরের মতো এবছরও গ্রিন করিডর থাকছে৷ পাশাপাশি সাইবার সচেতনতায় আমরা এবছরও ট্রেজার হান্টের আয়োজন করছি৷ শহরের জনপ্রিয় পুজো মণ্ডপগুলির মধ্যে ১৫টি পুজোয় কিউআর কোড থাকবে৷ প্রতিটি কিউআর কোড স্ক্যান করতেই সাইবার সচেতনতামূলক প্রশ্ন আসবে৷ সেই প্রশ্নের উত্তর দেওয়ার পর পরবর্তী ক্লু পাওয়া যাবে৷ সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলে প্রতিদিন আমরা তিনজন বিজেতাকে পুরষ্কৃত করব৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page