শহরাঞ্চলে ১০০ দিনের কাজ! চিঠি কৃষ্ণেন্দুর
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 5, 2019
- 1 min read
Updated: Aug 17, 2020
শহরাঞ্চলে ১০০ দিনের কাজ করানোর অভিযোগ উঠেছে ব্লক প্রশাসনের বিরুদ্ধে। বিডিওর বিরুদ্ধে নিয়ম বর্হিভূতভাবে কাজ করার অভিযোগ তুলেছেন জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি।
ইংরেজবাজার ব্লক প্রশাসনিক ভবনের পাশে রয়েছে প্রাচীন ভিক্টোরিয়া পুকুর। সেই পুকুরের সংস্কার করে পার্শ্ববর্তী এলাকা সৌন্দার্যায়ন করা হচ্ছে। অভিযোগ, প্রথম থেকেই ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডার শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। বর্তমানে খনন কাজ শেষ হলেও পুকুরের ধারের আগাছা পরিষ্কারের কাজ বাকি রয়েছে। সেই কাজও করা হচ্ছে ১০০ দিনের প্রকল্পে মধ্যে দিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক ১০০ দিনের কাজের এক সুপারভাইজার জানান, এক বছর আগে এই কাজ শুরু হয়েছে। ১০০ দিনের কাজের অধীনে পুকুর খননের কাজ শেষ হয়েছে। তবে এখনও আগাছা পরিষ্কারের কাজ চলছে।
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিডিও। তিনি বলেন, এই কাজ আমার আগের বিডিও শুরু করেছিলেন। এখন আর এই কাজ হচ্ছে না।
কৃষ্ণেন্দুবাবু বলেন, বিষয়টি জানতে পেরেই ঘটনার সত্যতা জানতে চেয়ে বিডিওকে এক মাস আগে চিঠি পাঠিয়েছি। এখনও সেই চিঠির কোনও উত্তর মেলেনি।
Comments