এনআরসি ও সিএবি একই মুদ্রার দুটি দিক: গৌতম দেব
মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনআরসির প্রতিবাদে জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিনের সভায় উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম নূর, বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, বাবলা সরকার, অম্লান ভাদুড়ি সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব। জেলার ১৫টি ব্লক থেকে মিছিল করে সভাস্থলে হাজির হয় কয়েক হাজার মানুষ। এদিন এই জনসভা থেকে এনআরসি বিরোধিতায় গর্জে ওঠার ডাক দেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
তিনি বলেন, অসমের বেশ কিছু জায়গায় আধাসামরিক বাহিনী নেমেছে। অসমের মানুষ হয়রানির শিকার হচ্ছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, অসমের মানুষের পাশে থাকবেন তিনি। রাজ্যের প্রতিটি মানুষকে নিয়ে তাঁরা এনআরসির বিরুদ্ধে নামবেন। এনআরসি ও সিএবি একই মুদ্রার দুটি দিক।
ছবিঃ গৌতম কর্মকার
Bình luận