এনআরসি আতঙ্ক, আধার কার্ড সংশোধন করতে হুড়োহুড়ি
অসমে এনআরসি হওয়ার পরেই রাজ্য জুড়ে চলছে এনআরসি আতঙ্ক। সেই আতঙ্কে আধার কার্ড সংশোধন করতে হুড়োহুড়ি পড়েছে রাজ্য জুড়ে। ব্যতিক্রম নেই মালদা জেলাতেও। আধার কার্ড সংশোধন করতে ব্যাংকের সামনে রাত থেকেই লাইন পড়ছে মালদা শহরের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে।
মালদা শহরের ফোয়ারা মোড় সংলগ্ন একটি তালা বন্ধ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে ব্যাগ প্লাস্টিক নিয়ে শুয়ে থাকতে দেখা যাচ্ছে একাধিক মানুষকে। বাদ নেই মহিলারাও। যদিও বেশিরভাগ মহিলারা হোটেলে থেকে ভোরে এসে লাইন দিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরুষেরা ব্যাংকের গেটের সামনে শুয়েই রাত কাটাচ্ছেন। আধার কার্ড সংশোধন করতে আসা ব্যক্তিরা জানালেন, মালদা শহরের একটি ব্যাংকের সামনে তাঁরা দু-তিন দিন ধরে রয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ একদিনে ১৭টির বেশি আধার কার্ড সংশোধনের কাজ করছে না। প্রতিদিন প্রায় শতাধিক লোকজন ঘুরে যাচ্ছেন। ১৭ জনের লিস্টে নিজেদের রাখতে দু-তিন আগে থেকেই লাইনে থাকতে হচ্ছে।
এনআরসি আতঙ্ক যে জেলায় ছড়িয়ে পড়েছে তা সাফ বোঝা যাচ্ছে। যদিও কেউ ক্যামেরার সামনে সে বিষয়টি মানতে রাজি নয়। কিন্তু হঠাৎ আধার কার্ড সংশোধনের তোড়জোড় তা সাফ বুঝিয়ে দিচ্ছে।
Comentarios