top of page

রেজাল্ট জানতে পাশের বাড়ির টিভির সামনে নৌরিন

Updated: Aug 17, 2020

৪৮৮ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে বুধিয়া হাই মাদ্রাসার নৌরিন খাতুন। বাবা ফিরোজ হোসেন টোটো চালক। টোটো চালিয়ে সংসারের খরচের সঙ্গে মেয়ের পড়াশোনার সমস্ত খরচ চালান তিনি। মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত ফিরোজ সাহেব।

Nourin Khatun


নৌরিন জানান, সকালে ফলাফল জানতে পাশের বাড়ির টিভির সামনে বসেছিলাম। নিজের নাম শুনতে পেয়েই দিশেহারা হয়ে পড়ি। টেস্টে ৯০ শতাংশ নম্বর পেয়েছিলাম। পরীক্ষার প্রস্তুতিও ভালো হয়েছিল, ফাইনালেও ভালো ফলের আশা করেছিলাম। এরপরে ভূগোলে অনার্স নিয়ে পড়তে চাই। আর্থিক অভাবের মধ্যে কত দূর এগোতে পারব জানা নেই। ভবিষ্যতে অধ্যাপক হয়ে শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে দিতে চাই।


নৌরিনের এই ফলে স্বাভাবিকভাবেই খুশি বাবা-মা সহ পরিবারের সকলেই। আর্থিক অভাবের মধ্যে উচ্চ শিক্ষার জন্য সরকারি সাহায্যের দিকে তাকিয়ে নৌরিন।


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page