পুলিশের গোপন হানায় কুখ্যাত ছিনতাইবাজ গ্রেফতার
গোপন সূত্রে খবর পেয়ে মহদিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কাঞ্চনটারে হানা দিয়ে দুই ছিনতাইবাজ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। এদিন ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তিরা হলেন সম্পদ ঘোষ (২২) এবং বিক্রম ঘোষ (১৮)। ধৃতরা ইংরেজবাজারের গোপালন কলোনির বাসিন্দা। ইংরেজবাজার থানা এলাকার কাটাগড়ে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটত। বহুবার ছিনতাইয়ের ঘটনা থানায় জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই পুলিশ নজরদারি চালাচ্ছিল। অবশেষে এদিন গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জেরে জানা যায় ছিনতাইয়ের ঘটনায় তারা জড়িত। এদিন তাদের পুলিশি হেপাজতের অনুরোধ জানিয়ে জেলা আদালতে তোলা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
প্রতীকী ছবি।
Comments