পবিত্র ইদে খুশি নয়, বাড়িতে আসছে কফিন বন্দি দেহ
ইদের আনন্দ নয়, শোকের ছায়া বাড়িতে। ইদের একদিন আগে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকগ্রস্ত পুরো গ্রামও।
মৃত শ্রমিকের নাম আবু তাহের (২২)। বাড়ি মালতিপুর বিধানসভার ডাহুকা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের অভাব দূর করতে কয়েকবছর আগে চেন্নাইয়ের তৃণমালায়ে শ্রমিকের কাজ করতে গিয়েছিল সে। পবিত্র ইদে বাড়ি ফিরতে না পারলেও পরিবারের জন্য অনলাইনে টাকা পাঠিয়েছিল আবু। এরপরেই পরিবারের কাছে এসে পৌঁছল দু: সংবাদ। চারদিন আগে নির্মাণ কাজ চলাকালীন বহুতল থেকে পড়ে যায় আবু। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই খবর বাড়িতে পৌঁছতেই নেমে আসে শোকের ছায়া।
মৃতদেহটি ময়নাতদন্তের পর মালদার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। কয়েকঘণ্টা পর যখন সারা দেশ পবিত্র ইদে মেতে উঠবে সেই সময় ডাহুকা গ্রামের এক বাড়ির আঙিনায় উঠবে কফিনবন্দি ছেলের দেহ।

[ আরও খবরঃ গোপনাঙ্গ ও গলা টিপে খুনের অভিযোগ দম্পতির বিরুদ্ধে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários