জেলা সফরে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
top of page

জেলা সফরে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

মালদা সফরে এলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ দুই দিনাজপুর জেলা সফর শেষ করে মালদা সফরে আসেন তিনি৷ বুধবার সকালে তিনি মানিকচক ব্লকের শঙ্করটোলা ঘাটে ফুলহরের উপর সেতুর নির্মাণ কাজের পাশাপাশি নবনির্মিত মানিকচক কলেজও পরিদর্শন করেন৷ পরে তিনি মালদায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন৷ তবে এদিনও লালবাতির গাড়িতে চেপেই যাতায়াত করেছেন তিনি৷


Rabindra Nath Ghosh

এদিন সকালে মানিকচকের শঙ্করটোলা ঘাটে মানিকচক থেকে ভূতনি চর পর্য়ন্ত নির্মীয়মান সেতুর কাজ পরিদর্শন করেন৷ পরে তিনি যান মানিকচক কলেজ পরিদর্শনে৷ তিনি বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের আর্থিক সহায়তায় ভূতনি সেতু ও মানিকচক কলেজ তৈরি হচ্ছে৷ ভূতনি সেতুর কাজ অনেকটা এগিয়েছে৷ আর মানিকচক কলেজের নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে৷ কলেজ তৈরি হওয়ায় এখানকার ছেলেমেয়েদের প্রভূত উপকার হয়েছে৷ তাঁরা এখন এলাকাতেই উচ্চশিক্ষা নিতে পারছেন৷ তবে এখনো ছোটোখাটো সমস্যা কিছু রয়েছে, তা থাকবেও৷ তবে ভূতনি সেতুর কাজ খুব বেশি এখনও এগোয়নি৷ এর আগের সফরে যা দেখেছিলেন তার থেকে কাজ খুব বেশি এগোয়নি৷ বর্ষা মরশুমে কাজে খুব একটা গতিও আসবে না৷ তবে যাই হোক না কেন, নির্মাণকারী সংস্থাকে আগামী বর্ষার আগে এই সেতুর কাজ শেষ করতেই হবে৷

মানিকচক পরিদর্শন শেষে মন্ত্রী মালদা শহরে আসেন৷ তিনি জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে জেলা ট্রেনিং সেন্টারে বৈঠক করেন৷ এখনও পর্যন্ত অবশ্য বৈঠক নিয়ে কিছু বলেননি তিনি৷ তবে নিজের লালবাতির গাড়ি প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার নির্দেশ দিলেই যে তা পালন করতে হবে তার কোনও মানে নেই৷ তাঁকে লালবাতির গাড়ি দিয়েছে রাজ্য সরকার৷ রাজ্য সরকার যেদিন নির্দেশ দেবে, তিনি নিজের গাড়ি থেকে লালবাতি খুলে ফেলবেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page