মনোনয়ন জমা দিতে এসইউসিআই-বিজেপি কর্মীদের মধ্যে ধাকাধাক্কি, উধাও ১৪৪ ধারা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Apr 12, 2024
- 1 min read
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি জেলা প্রশাসনিকভবন চত্বরে। এসইউসিআই ও বিজেপি কর্মীদের মধ্যে চলতে থাকে ধাক্কাধাক্কি। এক সময় ১৪৪ ধারা ভেঙে প্রশাসনিক ভবন চত্বরে ঢুকে পড়েন দুই দলের কর্মীরা। কোনোমতে পুলিশ কর্মীদের অন্য রাস্তা দিয়ে প্রশাসনিকভবনের বাইরে পাঠায়। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এসইউসিআই নেতৃত্ব।

শুক্রবার দুপুরে রথবাড়ি থেকে মিছিল করে প্রশাসনিকভবন চত্বরে এসে পৌঁছয় এসইউসিআই। সেই সময় মিছিল প্রশাসনিকভবন চত্বরে পৌঁছয় বিজেপিও। বিজেপি কর্মীরা এসইউসিআই কর্মীদের সরিয়ে প্রশাসনিক ভবনের দিকে এগোতে গেলে দুই দলের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এক সময় ব্যারিকেড ভেঙে প্রশাসনিকভবনের দিকে এগিয়ে যায় দুই দলের কর্মীরা। কোনোমতে পুলিশ দুই দলের কর্মীদের অন্য রাস্তা দিয়ে প্রশাসনিকভবন চত্বরের বাইরে নিয়ে যায়। এই ঘটনা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে এসইউসিআই নেতৃত্ব। পালটা সাফাই দিয়েছে বিজেপি নেতৃত্বরা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments