top of page

প্রশাসনিকভবনে উধাও করোনা বিধিনিষেধ, তৈরি অজুহাত!

করোনার তৃতীয় ঢেউ রুখতে রাস্তায় নেমেছে পুলিশ। মাস্ক না ব্যবহার করলেই চলছে ধরপাকড়। অথচ প্রশাসনের নাকের ডগায় করোনা বিধিনিষেধ উড়িয়ে চলছে সরকারি কাজ। মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরেই করোনা ভাইরাসের সমস্ত ধরনের বিধিনিষেধকে উপেক্ষা করেই ‘স্বাস্থ্য সাথী’ সহায়তা কেন্দ্রের সামনে লাইনে উপচে পড়া ভিড়। সেই লাইনে নেই সামাজিক দূরত্ব, নেই মাস্ক ব্যবহারের পালা। অথচ হেলদোল নেই প্রশাসনের।



মাস্ক না ব্যবহারের অজুহাত সকলের তৈরি। কারো ব্যাগে আছে মাস্ক, কারো আবার পকেটে। কেউ মাস্ক ব্যবহার করতে ভুলে গিয়েছেন। আবার কারো মাস্ক ব্যবহার করলে শ্বাসকষ্ট হচ্ছে। অনেকের আবার ধারণা টিকা নেওয়ার পর মাস্কের প্রয়োজন নেই। করোনার তৃতীয় ঢেউ এলে পরিস্থিতিটা ঠিক কোথায় দাঁড়াবে তা এখন সময়ই বলবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page