ইংরেজি মাধ্যমের শিক্ষক নেই, স্কুলে বিক্ষোভ অভিভাবকদের
top of page

ইংরেজি মাধ্যমের শিক্ষক নেই, স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

খাতায় কলমে ইংরেজি মাধ্যমে চলছে পঠন-পাঠন। বাস্তবে বাংলা মাধ্যমের শিক্ষিকাদের দিয়েই দিনের পর দিন ক্লাস নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনই অভিযোগে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিক্ষোভ অভিভাবকদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ে।



অভিভাবকদের দাবি, ২০১৮ সালে রাজ্য সরকার বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজ মাধ্যমে পঠনপাঠনের উদ্যোগ নেয়। উদ্যোগ গ্রহণ করা হলেও ইংরেজি মাধ্যমের শিক্ষক নিয়োগ করেনি শিক্ষা দফতর। ফলে সেই সময় থেকেই বাংলা মাধ্যমের শিক্ষিকা দিয়েই পঠন পাঠন চলছিল। এনিয়ে অভিভাবকরা বারবার স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনও ফল মেলেনি। অবশেষে আজ ক্ষুব্ধ অভিভাবকরা একত্রিত হয়ে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রধান শিক্ষিকাকে ঘরে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


ঘটনাপ্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার জানান,

ইতিমধ্যে বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page