স্বাস্থ্যসাথী শিবিরে শিকেয় করোনা বিধি
top of page

স্বাস্থ্যসাথী শিবিরে শিকেয় করোনা বিধি

স্বাস্থ্যসাথী শিবিরের লাইনে উধাও করোনা বিধি। মঙ্গলবার এমনই ছবি ধরা পড়ল চাঁচল-১ নম্বর ব্লক অফিসের সামনে। করোনা বিধিনিষেধ অমান্য করলে করোনার তৃতীয় ঢেউয়ের কতখানি মোকাবিলা করা যাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।



এক মহিলা জানান, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে আবেদন করার জন্য স্বাস্থ্যসাথী কার্ড লাগছে। চাই স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। প্রবল গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, তারপরেও কার্ড পাব কিনা জানা নেই। মাস্ক ব্যবহার করছেন না কেন, এই প্রশ্নের উত্তরে তাঁর বক্তব্য, মাস্ক ব্যাগে রয়েছে।



শিবিরের দায়িত্বে দীপুচন্দ্র দাস জানান, এসে দেখছি প্রচুর ভিড়। আবেদনকারীদের মাস্ক ব্যবহার করতে বারবার বলা হচ্ছে। কিন্তু মানুষ মাস্ক ব্যবহারে গুরুত্ব দিচ্ছে না। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page